অবৈধ স্বরা ভাস্করের বিয়ে! দাবি মুসলিম জামাতের প্রধানের

0
2

আচমকা বিয়ে করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। গত ১৬ ফেব্রুয়ারি পরিবার-পরিজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন দুই তারকা যুগল।তবে, সাদামাটাভাবেই বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়েতে খুশি অভিনেত্রীর সতীর্থ থেকে ফাহাদের অনুগামীরা। কিন্তু এই বিয়ে অবৈধ! বলছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি তাঁর দাবি, স্বরাকে ইসলাম কবুল করতে হবে।

আরও পড়ুন:টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা ভাস্কর !

কী বলেছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান ?

মৌলানা শাহবুদ্দিন রিজবি সাফ জানান, ‘‘স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।’’

স্বরা-ফাহাদ রেজিস্ট্রি অফিসে বিয়ের আবেদনের নথিপত্র জমা করেছিলেন গত ৬ জানুয়ারি। মালাবদল, সইসাবুদ, ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তাঁরা।বিয়ের খবর প্রকাশ্যেও আনেন গত বৃহস্পতিবার।তাঁদের বিয়ের খবরে একদিকে যেমন উচ্ছ্বসিত স্বরার ভক্তরা অন্যদিকে খুশির জোয়ার উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহলেও।তবে খুশি নয় সমাজের একাংশ। এখন কী করতে চলেছে স্বরা-ফাহাদ, সেটাই দেখার।