উত্তপ্ত হয়ে উঠল কল্যাণীর বিদ্যাসাগর কলোনি এলাকা। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর করে পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি করল। রবিবার সন্ধ্যায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী।
ঘটনার সূত্রপাত দ্রুত গতিতে পুলিশের গাড়ি যাওয়াকে কেন্দ্র করে । জানা গিয়েছে, এদিন কল্যাণী বিদ্যাসাগর কলোনির ১ নম্বর ওয়ার্ডে কৃষ্ণ মন্দিরে বিশেষ পুজো ছিল। মন্দির থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সেই সময়ই পুলিশের একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধূলো উড়িয়ে চলে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানান উপস্থিত এলাকাবাসী।
কিছুটা দূরে গিয়ে পুলিশের গাড়ি থামে। পুলিশকর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। এরপরই উত্তেজিত জনতা ইটবৃষ্টি শুরু করে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এমনকি পুলিশের গাড়ি উল্টে দেয়ে ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং জনতার উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ।
আরও পড়ুন- ১০০-র পাল্টা ‘প্রধানমন্ত্রীত্বের লোভ’! নীতীশকে কটাক্ষ বিজেপির
অভিযোগ, শিশু এবং মহিলারও পুলিশের লাঠিচার্জের হাত থেকে রেহাই পায়নি । যা নিয়ে একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। বেশ কয়েকজন আহত হয়েছেন।




































































































































