জাদেজা-অশ্বিনদের ওপর অভিমানী অক্ষর, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

0
1

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিং। সাত উইকেট নেন জাড্ডু, তিন উইকেট নেন অশ্বিন। তাঁদের বোলিং-এর দাপটেই আড়াই দিনে দ্বিতীয় টেস্টে জয় পায় রোহিত শর্মার দল। জয় পেলেও জাদেজা অশ্বিনদের ওপর অভিমানী দলের তৃতীয় স্পিনার অক্ষর প‍্যাটেল। জাদেজার কাছে অভিযোগ বল করার সুযোগ পাচ্ছেন না তিনি। যদিও বিষয়টি মজার ছলে।

অজিদের বিরুদ্ধে জয়ের পর বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায় জাদেজার সঙ্গে কথা বলছেন অক্ষর। সেখানেই অক্ষর জাদেজাকে বলেন,” স্যর, আমি তো বল করার সুযোগই পাচ্ছি না। আমি যাতে বল করার সুযোগ না পাই, তার জন্যেই কি তুমি এত ভাল বল করছ?” অক্ষরের এই কথা শুনে পাল্টা জাড্ডু বলেন,” তুমি বল না পেলেই বা কী! যখন ব্যাট করো, তখন মনে হয় অন্য পিচে খেলতে নেমেছ। তুমি ব‍্যাট করার সময় মনেই হয় না যে পিচে কোনও ধরনের জুজু রয়েছে। তুমি ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার বোলারদের খুবই সাধারণ মানের মনে হয়। দেখে কে বলবে এই পিচে ঘূর্ণি রয়েছে বা বাউন্স কম পাওয়া যাচ্ছে।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:জাদেজা-অশ্বিনের বোলিং প্রশংসায় মহারাজ