মুর্শিদাবাদের (Murshidabad) বহু মানুষ বিড়ি বাঁধার কাজ করেন। এ কাজে যুক্ত বহু মহিলা। রবিবার সাগরদিঘির উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এই বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রবিবার, সাগরদিঘিতে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তিনি বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলেন।
সাগরদিঘির বিড়ি শ্রমিকদের প্রসঙ্গে অভিষেক বলেন, ”আমি শুনেছি এখানকার বিড়ি শ্রমিকদের সমস্যা রয়েছে। ৯০০টি বিড়ি বাঁধলে পাওয়া যায় ১৬৫ টাকা। আমরা চেষ্টা করব, এই টাকা বাড়িয়ে দেওয়ার”। এবার থেকে ৯০০ বিড়ি বাধলে ২৩০-৪০ টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। উপনির্বাচনে জেতার এক থেকে দেড়মাসের মধ্যেই এই কাজটা করতে চান বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “শ্রমিকদের পাশে আছে আমাদের সরকার।” এরপরেই অভিষেক বলেন, “আমি আপনাদের পরিস্থিতির কথা জানি”। বিড়ি শ্রমিকদের মজুরির সমস্যার কথাও যে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানেন, একথা শুনে অবাক হয়ে যান সাগরদিঘির মানুষ।
২৭ তারিখ সাগরদিঘির উপনির্বাচন। তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। ভোট গণনা ৩ মার্চ।








































































































































