করাচির শীর্ষ পুলিশ কর্তার দফতরে জ*ঙ্গি হানা!সং*ঘর্ষে নি*হত ৭, জ*খম ১০

0
3

জঙ্গি হানা থামতেই চাইছে না পাকিস্তানে। জানুয়ারিতে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর এ বারের নিশানা করাচির শরিয়া ফয়জালে অবস্থিত শীর্ষ পুলিশ কর্তার দফতর। পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে মৃত অন্তত ৭ জন। তাঁদের মধ্যে পাঁচ জন জঙ্গি এবং এক জন পুলিশ কর্মীও রয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠী।

আরও পড়ুন:উপত্যকায় ফের সাফল্য, যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ৩ জইশ জঙ্গি

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল আচমকা করাচির শীর্ষ পুলিশ কর্তার দফতরে ঢুকে পড়ে। সেখানে তাঁরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। এই হামলার কথা টুইট করে জানিয়েছেন করাচির পুলিশ প্রধান জাভেদ ওধো।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েক জন জঙ্গির মৃত্যু হয়েছে। কয়েক জন পুলিশকর্মী-সহ আহতও হয়েছেন। পুলিশ কর্তা ইরফান বালোচ জঙ্গি হানা প্রসঙ্গে বলেন, দু’জন জঙ্গি পুলিশের ঊর্দি পরে সামনের দরজা দিয়ে ঢোকেন। কয়েক জন ঢোকেন পিছনের দরজা দিয়েও। পুলিশের ওই কার্যালয়ের একটি তলা খালি করে ফেলা হয়। বেশ কয়েক জন দফতরের ভেতরেই রয়ে যান।দফতরের ভেতর থেকে গুলি শব্দ আসে।
সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সংবাদমাধ্যমকে জানান, ‘‘এই রকম আক্রমণ কোনও মতেই মেনে নেওয়া যায় না। এর পিছনে যাঁরা জড়িত তাঁদের উচিৎ শাস্তি দেওয়া হবে।’’