চরম বিপাকে বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর কারাদণ্ডের নির্দেশ বহাল রাখল আদালত। পুলিশ নি*গ্রহের মামলায় ২০১৯ সালে ব্যাঙ্কশাল আদালত অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে বিজেপি নেতা কলকাতা নগর দায়রা আদালতে আপিল মামলায় যান। কিন্তু প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অন্নদাশঙ্কর মুখোপাধ্যায় ব্যাঙ্কশাল আদালতের আদেশ বহাল রাখে।
সংশ্লিষ্ট আদালতের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানিয়েছেন, বিচারক নিম্ন আদালতের আদেশ বহাল রেখে রায়দানের ১৫ দিনের মধ্যে অভিযুক্ত রাকেশ শর্মাকে ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, নগর দায়রা আদালতে একটি মামলার শুনানি চলার সময় কর্তব্যরত এক পুলিশকর্মীকে নিগ্রহের অভিযোগ ওঠে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন:যোগী রাজ্যে প্রৌঢ়কে পিটিয়ে খু*ন! ২ দিন পরও অভিযুক্তের পাত্তা পেল না পুলিশ