বিবাহ ব*হির্ভূত সম্পর্কের জের, প্রেমিক-প্রেমিকাকে গাছে বেঁধে হে*নস্থা গ্রামবাসীদের! আটক একাধিক

0
1

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। প্রেমিক প্রেমিকাকে সারা রাত গাছে বেঁধে দুজনের পর চলল শারীরিক ও মানসিক নির্যাতন। ঘুটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর স্যান্ডেলার বিল এলাকায়।

স্থানীয় সূত্রে খবর স্বামী কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন। সেই অবকাশেই গ্রামেরই বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহবহিৰ্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বধূ। মাঝে মাঝেই ঘনিষ্ঠ হতেন তারা। শুক্রবার সন্ধ্যায় তেমনই অবস্থায় যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামের লোকজন। তারপর সারা রাত গাছে বেঁধে দুজনের পর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। জানতে পেরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গ্রামবাসীরা দুজনকে পুলিশের হাতে তুলে দেন। তবে এই ঘটনায় কয়েকজন গ্রামবাসীকেও আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁদের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- ১০০ আসনও পাবে না: ২৪-এ বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ফর্মুলা দিলেন নীতীশ