সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। চলে গেলেন আগ্রা ঘরনার সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলু। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন শিল্পী। ছিল কিডনির সমস্যাও। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। পদ্মশ্রী-র পাশাপশি সঙ্গীত নাটক আকাদেমি-সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন পণ্ডিত কিচলু। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তাঁর ভূমিকা ছিল অগ্রণী।
আট দশক দীর্ঘ তাঁর সঙ্গীতজীবন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।’
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর।
আগ্রা ঘরানার কিংবদন্তী শিল্পী বিজয় কিচলু ছিলেন আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। অগণিত নবীন শিল্পী তাঁর প্রশিক্ষণে আজ লব্ধপ্রতিষ্ঠ।
তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।
আমি বিজয় কিচলুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন- পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিসিআইয়ের, ৩১ মার্চ থেকে শুরু আইপিএল