চারিদিকে ভাঙা মেশিন, যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে এ কার হাত? শিবরাত্রিতে (Maha Shivratri)সোশ্যাল মিডিয়ায় অশনি সঙ্কেত! সকাল থেকেই ভাইরাল এক ছবি, বিশাল হাত পড়ে রয়েছে ভাঙা এক ডকে, যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। আর সেই দিকেই তাক তিনটে বন্দুকের নল, ব্যাপারটা কী? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেই লুকিয়ে আছে উত্তর। প্রকাশ্যে এল দক্ষিণ ভারতের সুপারস্টার বাহুবলি প্রভাসের নতুন ছবির পোস্টার। ঘোষণা হল ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির মুক্তির তারিখও (Release Date)। প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media)ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।’

‘পাঠান’ নায়িকা প্রভাসের (Prabhas) সঙ্গে অভিনয় করছেন এই খবর আগেই ছড়িয়ে পড়েছিল। তবে এই ছবিতে দীপিকার (Deepika Padukone)পাশাপাশি রয়েছে আরও এক চমক, বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মেগাস্টার -সুপারস্টার নিয়ে সাউথ ইন্ডিয়া আর বলি তারকাদের নতুন ছবি ‘প্রজেক্ট কে’ (Project K) মুক্তি পাবে আগামী বছর। তবে শিবরাত্রিতে নজর কেড়েছে এই ছবির পোস্টার। সেখানে দেখা গেছে যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, ‘দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং’। অপেক্ষা শেষ হতে বাকি প্রায় ১০ মাস। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে নাগ অশ্বিন পরিচালিত ‘বৈজয়ন্তী মুভিজ’ প্রযোজিত ‘প্রজেক্ট কে’ (Project K)।



































































































































