আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে প্রথম হার ভারতের। শনিবার ইংল্যান্ডের কাছে ১১ রানে হারল ভারতীয় দল। কাজে এল না স্মৃতি মান্ধনা এবং রিচা ঘোষের লড়াকু ইনিংস।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে অর্ধশতরান করেন নাট স্কাইভার। ৪০ রান করেন অ্যামি জন্স। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রেনুকা সিং। একটি করে উইকেট নেন শিখা পান্ডে এবং দীপ্তি শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই করেন স্মৃতি মান্ধনা এবং রিচা ঘোষ। ৫২ রান করেন স্মৃতি। ৪৭ রানে অপরাজিত রিচা। ১৩ রান করেন জেমিমা রডরিগেজ। ৮ রান করেন শেফালি ভর্মা। ৪ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন গ্লেন। একটি করে উইকেট নেন লৌরেন বেল এবং সোফি।
আরও পড়ুন:অক্ষর-বিরাটে ব্যাটে ভর করে ম্যাচে ফিরল ভারত










































































































































