সাগরদিঘি থানা ঘেরাও বাম-কংগ্রেসের, এলাকায় উত্তেজনা

0
3

উপনির্বাচনের আগেই সাগরদিঘিতে উত্তেজনা। এক কংগ্রেস কর্মীর গ্রেফতার ঘিরে শনিবার সকাল থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা কার্যত ঘেরাও করেন বাম-কংগ্রেসের কয়েকশ কর্মী। জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে সাগরদিঘি থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:শিব চতুর্দশীতে কতটা ব্যস্ত তারকেশ্বর ! ভক্তের ভিড়ে জমজমাট তারকতীর্থ

শুক্রবার গভীর রাতে সাগরদিঘির পাটকেলভাঙা এলাকার কংগ্রেসকর্মী সাইদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বাম-কংগ্রেসের অভিযোগ, থানার বড়বাবু গিয়ে কথা বলার জন্য সাইদুলকে তুলে নিয়ে এসেছিলেন। তারপর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে সাগরদিঘিতে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। জোট বেঁধেছে বাম এবং কংগ্রেস ।ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছে কংগ্রেস। বিজেপি প্রার্থী করেছে দিলীপ দাসকে। তিনিও কোটিপতি ব্যবসায়ী। তবে উপনির্বাচনের আগে সাগরদিঘিতে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে।