সাগরদিঘিতে অভিষেকের জনসভার আগেই মুর্শিদাবাদ কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগদানের হিড়িক

0
1

২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ (Mursidabad) জেলার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন (Sagardighi Assembly Byelection)। তৃণমূল (TMC) প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। তার আগে রেকর্ড মার্জিনে লক্ষ্যে দলীয় প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের (Debasish Banerjee) সমর্থনে আগামিকাল রবিবার সাগরদিঘিতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক তার ২৪ ঘন্টা আগে মুর্শিদাবাদ কংগ্রেসে বড়সড় ভাঙন।

সাগরদিঘি উপনির্বাচনের আগে আজ, শনিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ফের ভেঙে চুরমার। এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অন্যতম সম্পাদক জামিলুর রহমান। জামিলুরের বাবা জৈদুর রহমান গত বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন। শনিবার সাগরদিঘির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জামিলুর রহমানকে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তৃণমূলে যোগদানের পর জামিলুর বলেন, “আমার কাকা খলিলুর রহমান জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ। ফলে তৃণমূল পরিবার আমার কাছে অচেনা নয়। মানিয়ে নিয়ে কোনও সমস্যা হবে না।”