Weather Update : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় বদলের আপডেট !

0
3

শীত (Winter)বিদায় নাকি বসন্তের আগমন, রাজ্য তথা দেশের আবহাওয়া নিয়ে কিছুটা হলেও বিভ্রান্তি ছড়িয়েছে হাওয়া অফিসের কর্তাদের মনেও। এর মাঝেই ফের সাইক্লোনের (Cyclone)পূর্বাভাস দিল আইএমডি (IMD)। মনে করা হচ্ছে বাংলাদেশের (Bangladesh) কাছে বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। প্রতিবেশী রাষ্ট্র সংলগ্ন সমুদ্রতলের ৩.১ কিলোমিটারের উপর পর্যন্ত একটি সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation) লক্ষ্য করা গেছে।

লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা , কলকাতায় (Kolkata) বাড়ছে গরম। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ । আইএমডি বলছে ঘূর্ণিঝড় পরিস্থিতি ঘনীভূত হচ্ছে এবং পশ্চিম রাজস্থান – পাঞ্জাবের উপর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার প্রভাবে গত ২৪ ঘন্টায় পশ্চিম ভারত ও উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে উত্তর ভারতে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। সিকিম, অসম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ শুক্রবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শহরেও সকাল থেকে তীব্র রোদের পরিবর্তে মেঘলা আকাশ। যদিও রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। এই উইকেন্ডে দু এক পশলা বৃষ্টি ভিজতে পারেন বঙ্গবাসী বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।