কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ালেন রাজ্যপাল

0
3

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ল। শুক্রবার এই মর্মে সায় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। পাশাপাশি উপাচার্যহীন অবস্থায় পড়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য (Permanent Vice-Chancellor) নিয়োগের নির্দেশ দিল রাজভবন (Rajbhawan)। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে আশিস কুমার চট্টোপাধ্যায়ের (Ashis Kumar Chatterjee) মেয়াদ আরও দু’মাস বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ানোর জন্য ইতিমধ্যেই রাজভবনের কাছে ফাইল পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। আচার্য পদের দায়িত্ব রাজ্যপালই পালন করেন। ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস ধরে উপাচার্যহীন ছিল। যার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় বেশ কিছু সমস্যা হচ্ছিল বলে জানা যায়। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর ইউজিসি-র আইন মেনে উপাচার্য নিয়োগ করার পক্ষে রাজ্যপাল। আগামী সপ্তাহের মধ্যেই এই উপাচার্য নিয়োগ সংক্রান্ত সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে।