ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সড়ক উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার উত্তর থেকে দক্ষিণ এক পথে বাঁধবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন হাইওয়ে তৈরি করছে রাজ্য। তার জন্য মোট ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তা তৈরি করছে রাজ্য। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রীর মতে, এটা বাঁকুড়ার প্রাপ্তি। এই সড়ক পথ চালু হয়ে গেলে, জঙ্গলমহল তথা উত্তরবঙ্গে পর্যটনের নতুন দিগন্ত খুলে যাব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘোষণা মাস্টারস্ট্রোক বলে মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- শিবসেনার নাম ও প্রতীক হারালো ঠাকরে পরিবার, শিন্ডের পক্ষ নিল নির্বাচন কমিশন




































































































































