শিলিগুড়ির হোটেলে অ*গ্নিকাণ্ডের ঘটনায় মৃ*ত ১ হোটেল কর্মী

0
1

রাতের শিলিগুড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে সেবক মোড়ে হিলকার্ট রোডের এক হোটেলে আগুন লেগে প্রাণ গেল এক হোটেলকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।

আরও পড়ুন:অসমের জোরহাটে বিধ্বং*সী আগু*ন! পুড়ে ছাই ১৫০-র বেশি দোকান
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি হোটেলে আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। সেইসময় হোটেলে আটকে পড়েন এক হোটেল কর্মী।তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরা। তাঁদের বেশ কিছুক্ষনের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে ঝলসে মৃত্যু হয় আটকে পড়া ওই হোটেল কর্মীর।জানা গেছে মৃত হোটেল কর্মীর নাম পরিমল দাস।

দমকল সূত্রের খবর, আগুন ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা হোটেল। সেই সঙ্গে পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল আধিকারিকরা।