বিজেপি বিধায়ককে বিধানসভায় খৈনি ডলতে নিষেধ স্পিকারের, আসল সত্যিটা কী ?

0
3

বিভিন্ন রাজ্যের বিধানসভা বা সংসদে বিধায়ক, সাংসদদের নানান কীর্তি বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। কী নেই সেই তালিকায়। অধিবেশন চলাকালীন বসে মোবাইলে ব্লু ফিল্ম দেখতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন সাংসদ। এমন আরও নানান ঘটনার সাক্ষী থেকেছে ভারতের সংসদীয় গণতন্ত্র।এবার সেই তালিকায় নয়া সংযোজন এ রাজ্যের বিধানসভা।যদিও শেষ পর্যন্ত জানা যায় এদিন রাজ্য বিধানসভায় বিভ্রান্তি বশত জোয়ানকে খৈনি ভাবেন স্পিকার।

কী ঘটেছিল শুক্রবার ? বিধানসভার অধিবেশন চলাকালীন হঠাৎই দেখা যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামী  হাতে কিছু নিয়ে আঙুলে ঘষছেন।বিষযটি চোখে পড়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও। তিনি ভাবেন বিধায়ক খৈনি ডলছেন।   সঙ্গে সঙ্গে তিনি বিজেপি বিধায়কের উদ্দেশে বলেন, ‘বিধানসভায় খৈনি ডলবেন না!’বিধায়ক  মিহির অবশ্য অধিবেশনেই জানান, তাঁর হাতে খৈনি নেই।তিনি যাই বলুন না কেন,কৌতূহল চাপা থাকেনি।উপস্থিত সবারই প্রশ্ন ছিল, নাটাবাড়ির বিজেপি বিধায়কের হাতে তবে ওটা কী ছিল? হাতের তেলোতে কী নিয়ে আঙুল দিয়ে ঘষছিলেন বিধায়ক? অধিবেশন কক্ষের বাইরে আসার পর আসল সত্যিটা জানা যায়। মিহির জানান, তিনি খৈনি ডলেননি।তার হাতে জোয়ান ছিল।সেটা নিয়েই তিনি আঙুলে ঘষছিলেন। দূর থেকে সেটাকেই খৈনি ডলার মতো মনে হয়েছে স্পিকারের। তাই স্পিকার ওই কথা বলেছেন।