Entertainment : ইকোনমি ক্লাসে ‘বেশরম’ নায়িকা, ভাইরাল দীপিকার ভিডিও !

0
1

‘পাঠান'(Pathan)নায়িকা এখন লাইম লাইটে। সিনেমার মারকাটারি দৃশ্যে তাঁর দারুণ সব স্টান্ট যেমন দর্শকের মন কেড়েছে ঠিক তেমনই আলোচনার শিরোনামে বারবার উঠে এসেছে ‘বেশরম রং’- এর দৃশ্যায়ন। সেই অভিনেত্রী এবার ফ্লাইটের ইকোনমি ক্লাসে , অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অনবোর্ড ভিডিও শেয়ার করেছেন একজন ভক্ত ।

রণবীর সিং – এর স্ত্রী দীপিকা কোনও বিশেষ কাজে ফ্লাইটে ভ্রমণ করছিলেন। কিন্তু তাঁকে যে এইভাবে ইকোনমি ক্লাসে দেখা যাবে এটা বোধহয় কেউই কল্পনা করতে পারেন নি। প্যাসেঞ্জাররা বলছেন, বিমানের মধ্য দিয়ে যখন অভিনেত্রী যখন হেঁটে যান, ‘হাই দীপিকা’ বলে একজন সম্বোধন করলেও, ফ্লাইটে তিনি কারও সঙ্গেই কথা বলেননি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল কোনও সিনেমার প্রমোশনে হয়তো তিনি এভাবে ট্রাভেল করছেন। কিন্তু অভিনেত্রী নিজেকে লুকনোর সবরকম চেষ্টা করেছিলেন সেটা ভিডিও তে বেশ স্পষ্ট। অরেঞ্জ কালারের ওভারসাইজ জ্যাকেট আর মাথায় বেসবল ক্যাপ পরে সাধারণের মতোই সফর করলেন বলিউডের ‘ পদ্মাবত’।