ম*র্মান্তিক! জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু কলকাতা পুলিশের কনস্টেবলের

0
1

ম*র্মান্তিক ঘটনা। নিজের জামা ইস্ত্রি করতে গিয়ে প্রা*ণ গেল কলকাতা পুলিশের এক কনস্টেবলের। মৃ*ত পুলিশকর্মীর নাম অভীক মিত্র (৪৯)। নদিয়ার শান্তিপুরের বাইগাছি ওস্তাগড়পাড়া লেনের ঘটনা। নিজের ঘরের মধ্যেই তিনি অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ*ত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

নি*হত অভীক মিত্র, কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২০০২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৪ বছরের দুই যমজ ছেলে রয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ স্ত্রী মৌমিতা মিত্র ঘুম থেকে উঠে দেখেন, ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অভীক। স্ত্রীর চিৎকারেই প্রতিবেশীরা ছুটে এসে অভীকের দেহ হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় শান্তিপুর থানাতেও। এর পর পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। মৌমিতা জানান, সকালে ঘুম থেকে উঠে পুলিশের পোশাক ইস্ত্রি করতেন অভীক। স্ত্রীর অনুমান, ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। মৌমিতার কথায়, ‘‘ওঁর হাতে-পায়ে তার জড়ানো ছিল। শরীরে বেশ কয়েকটা জায়গায় পোড়া চিহ্নও দেখতে পেয়েছি। ইলেকট্রিক শক লেগেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।’’

আরও পড়ুন- ‘এক পথে’ বাঁধা পড়বে উত্তর থেকে দক্ষিণ: বাঁকুড়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর