ইচ্ছা করে ধ*র্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না যোগী রাজ্যের পুলিশ! বিষ খেয়ে আ*ত্মহত্যার চেষ্টা মহিলার

0
2

ফের শিরোনামে যোগী রাজ্যের লখিমপুর। এবার ইচ্ছা করেই ধর্ষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না নেওয়ার অভিযোগ উঠল যোগী পুলিশের বিরুদ্ধে। আর এই অভিযোগে হাসপাতালের ভেতরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ৩২ বছর বয়সী এক মহিলা।গত শনিবার ঘটনাটি ঘটেছে লখিমপুরের খেরিতে। মহিলার অভিযোগ ছিল, ‘‘পুলিশ ইচ্ছাকৃত ভাবে দোষীদের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না’’।

আরও পড়ুন:রায়নায় শ্যু*টআউট! দুষ্কৃ*তীদের গু*লিতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তাঁর বাবা
যদিও পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বছরের জুনে মামলা নিষ্পত্তি হয়ে যায়। এর পর অভিযোগকারী মহিলা আবার আদালতের দ্বারস্থ হন এবং আদালত এই মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল।মহিলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি খেরি থানার পুলিশের।

খেরি থানার পুলিশ সুপার (এসপি) গণেশপ্রসাদ সাহা মহিলার বিষ খাওয়ার ঘটনা নিয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি পুলিশ আধিকারিকদের পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছি। আমি নিজেও তদন্ত চালাচ্ছি। হাসপাতালে ভর্তি মহিলার অবস্থা স্থিতিশীল।’’