পুুরলিয়ায় জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা সমাধানে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে একাধিক গুরুত্বপূর্ণ জল প্রকল্প করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেগুলির কাজ শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে পুরুলিয়াবাসীর (Purulia) জলের সমস্যা মিটবে। বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়ার সভায় একথা জানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, পুরুলিয়ায় জলতীর্থ, মাটির সৃষ্টি, জলস্বপ্ন প্রকল্প ছাড়াও ১৩০০ কোটি টাকায় জাইকার (জাপানের সংস্থা) সঙ্গে একটি বুশাল জল প্রকল্পের কাজ চলছে সঙ্গে। বেশ কিছু চেক ডাম হচ্ছে। এই প্রকল্পগুলির কাজ শেষ হলে এই জেলায় আর জলের সমস্যা বলে কিছু থাকবে না।
আরও পড়ুন:ইকো ট্যুরিজম সাইট থেকে কিয়স্ক: পুরুলিয়া পর্যটনে নয়া দিগন্ত খুললেন মুখ্যমন্ত্রী