পুরুলিয়া মাটিতে দাঁড়িয়ে ভেষজ আবির (Herbal Colour) তৈরিতে উৎসাহ দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দশ লক্ষ টাকার প্রকল্পের ঘোষণা করলেন। বৃহস্পতিবার পুরুলিয়ার (Purulia) হুটমুড়ায় তিনি জানান, রাজ্য সরকার (Government of West Bengal) আগেই ভেষজ আবির তৈরিতে জোর দিয়েছে। যত দিন যাচ্ছে এই আবিরের দিকে মানুষের আগ্রহ বাড়ছে, তাই এবার এই শিল্পে আরো বেশি জোর দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী (CM)।
সামনেই রঙের উৎসব। ভাইরাস ব্যাকটেরিয়ার দাপট এড়াতে মানুষকে ভেষজ পদার্থ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। দোলের (Holi) সময় গোটা রাজ্যেই ভেষজ আবিরের চাহিদা থাকে তুঙ্গে। মূলত ফুলের পাপড়ি থেকে বিশেষ পদ্ধতিতে কোনো রকম ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই তৈরি করা হয় এই আবির। আরও বেশি করে যাতে এই আবির তৈরি হয় এবং যত বেশি সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছয় তার জন্য দশ লক্ষ টাকার বিশেষ প্রকল্প হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পুরুলিয়াবাসী।