প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী

0
3

প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

আরও পড়ুন:তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী

কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয় জটু লাহিড়ীর।১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথম বার তিনি প্রার্থী হয়েছিলেন। জয়ী হয়ে ওই কেন্দ্র থেকেই বিধায়ক হন। ১৯৯৬ সালেও ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি।পরে তৃণমূলে যোগ দেন। ২০০১ সালেও তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে জয়লাভ করেন তিনি। তবে ২০০৬ সালে হেরে যান তিনি। কিন্তু ২০১১ এবং ২০১৬ সালে আবার বিধায়ক হন। হাওড়া পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি। এরপর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।তবে বিজেপির হয়ে আর জিততে পারেননি। তারপর রাজনীতি থেকে বেশ খানিকটা দূরে সরে যান বর্ষীয়ান নেতা।
জুট লাহিড়ীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ রায়।তিনি বলেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’’

এদিন তাঁর মরদেহ নিয়ে আসা হবে বিধানসভায়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে বিদ্রোহী জটু লাহিড়ী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর থেকেই গেরুয়া শিবিরের সদস্য ছিলেন তিনি।