অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে হোটেল সমস্যায় ভারতীয় দল

0
1

আগামিকাল দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে হোটেল সমস্যায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি থাকছেন না দলের সঙ্গে। তার মধ্যেই ভারতীয় দলের হোটেল বদল করতে হয়েছে বলে খবর। সব মিলিয়ে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আলোচনায় ভারতীয় দলের হোটেল সমস্যা।

সূত্রের খবর, কোহলি দলের সঙ্গে হোটেলে থাকছেন না। গুরুগ্রামে তাঁর বাড়ি রয়েছে। সেখানেই পরিবারের সঙ্গে থাকছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এমনকি ফিরোজ শাহ কোটলার মাঠে নিজের গাড়িতেই যাতায়াত করছেন কোহলি। দলের সঙ্গে কোনও বিবাদ নয়, বরং পরিবারের সঙ্গে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে হোটেল বদলাতে বাধ্য হল ভারতীয় দল। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এর আগে দিল্লি গেলে ভারতীয় দল যে হোটেলে থাকত সেই হোটেলে এবার আর থাকছে না। বর্তমানে জি২০ সামিট ও বিয়ের মরশুম হওয়ায় হোটেলগুলির অধিকাংশ রুম বুক হয়ে গিয়েছে। সেই কারণে হোটেল বদলে দিল্লির অন‍্য হোটেলে রয়েছে ভারতীয় দল।

যদিও হোটেল বদলানো নিয়ে কোনও অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার, এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক আধিকারিক। তিনি বলেন, “হোটেলটি অসাধারণ এবং পরিষেবা খুবই ভালো। এমন পরিস্থিতি এড়ানো কঠিন ছিল আর সেই কারণে এই বদল।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে নেটে অতিরিক্ত পরিশ্রম বিরাটের