সাত সকালেই আসানসোল সংশোধনাগারে সিবিআই, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

0
1

বৃহস্পতিবার সাত সকালেই আসানসোলের বিশেষ সংশোধনাগারে হাজির সিবিআই।কারণ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ।এদিন সকাল দশটায় আসানসোল সংশোধনাগারে আসেন সিবিআই আধিকারিকরা।প্রায় এক ঘণ্টা জেরা করে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা ।

আরও পড়ুন:জঙ্গলমহলের প্রতি উদাসীনতায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, জল সমস্যা থেকে পর্যটনে উন্নয়নের আশ্বাস

সূত্রের খবর, উদ্ধার হওয়া বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে কিনা তা জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগসূত্র খুঁজে বের করতেই আসানসোল সংশোধনাগারে যায় সিবিআই।সেখানে অনুব্রতকে জেরা করেন তাঁরা।

সম্প্রতি সিউড়ি সমবায় ব্যাঙ্কে অজস্র ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। তারপরেই ওই ব্যাঙ্কের ম্যানেজারকেও নিজাম প্যালেসে তলব করে সিবিআই। মোট ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সিউড়ির ব্যাঙ্কটিতে। জানা গিয়েছে, এমন ৫০টি অ্যাকাউন্টের নাকি হদিশ মিলেছে যেখানে একজনেরই সই রয়েছে। সিবিআই সূত্রে এও খবর, ওই ৫০টি অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকা রয়েছে।ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পর অনুব্রতকে কেন এই ব্যাপারে জেরা করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।