রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে মাঝে মাঝেই ওপরের দিকে তাকান কি? মুম্বইয়ের (Mumbai) এক মর্মা*ন্তিক ঘটনায় এই অভ্যেস গড়ে তোলার কথা বলছেন অনেকে। নির্মীয়মাণ বহুতল থেকে হঠাৎ খসে পড়ল পাথরের চাঁই। নিচে তখন দুই পথচারী , আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে যান বাকিরাও। ৪৩ তলা বাড়িটি থেকে পাথর পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশে দাঁড় করানো একধিক ট্যাক্সির। স্থানিয়রা তড়িঘড়ি দুই আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১০৮ ডায়াল করে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ডাকেন। এরপর চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই মৃ*ত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে নির্মীয়মান বহুতল (Multi-storied under construction) সংলগ্ন এলাকার মানুষ নিরাপত্তায় গাফিলতির প্রশ্ন তুলে সরব হয়েছেন।
মুম্বইয়ের (Mumbai)ওরলির ফোর সিজনস হোটেলের কাছেই সকাল সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘ**টনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শহরের ওরলি এলাকায় ৪৩ তলা ভবন ফোর সিজনস রেসিডেন্সির নির্মাণ কাজ চলছে । কাজ চলাকালীন ভারী পাথরের স্ল্যাব ক্রেনে করে ওঠানো-নামানো হচ্ছিল। অফিস টাইমের ব্যস্ত রাস্তায় তখন যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। আচমকা বেশ কিছু ভারি কংক্রিটের স্ল্যাব নিচে খসে পড়ে। একটি স্ল্যাব সরাসরি পথচারী দুই ব্যক্তির মাথায় এসে পড়ে এবং বাকি স্ল্যাব রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির উপর পড়লে গাড়িগুলি যথেষ্ট পরিমানে ক্ষতিগ্রস্ত হয়। মৃ**তদের পরিচয় না জানা গেলেও নির্মাণ সংস্থার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। গোটা ঘটনার তদন্তে পুলিশ।