মহিলা টি-২০ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের। এদিন ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৬ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত ইনিংস রিচা ঘোষের। বল হাতে তিন উইকেট দীপ্তি শর্মার।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান করে তারা। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৪২ রান করেন স্ট্যাফিনি টেলর। ৩০ রান করেন ক্যাম্পবেলি। ২১ রানে অপরাজিত চিডেন নেশন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন দীপ্তি শর্মা। এই উইকেট নিতেই প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ফর্ম্যাটে একশো উইকেট নেওয়ার নজির গড়লেন দীপ্তি। একটি করে উইকেট নেন রেণুকা সিং এবং পুজা বস্ত্রকার।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় হরমনপ্রীত কৌরের দল। তবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় ভারতের ওপেনাররা। ২৮ রান করেন শেফালি ভর্মা। ১০ রান করে আউট হন স্মৃতি মান্ধনা। মাত্র ১ রান করেন জেমিমা রডরিগেজ। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ৩৩ রান। ৪৪ রানে অপরাজিত রিচা। ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট নেন করিশ্মা রামহরক। একটি করে উইকেট নেন হাইলি ম্যাথউ এবং হেনরি।
আরও পড়ুন:হায়দরাবাদের কাছে ম্যাচ হেরে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?










































































































































