বিধানসভায় ভুয়ো বিধায়ক! পুলিশের জালে প্রতারক

0
1

বিধানসভায় (Assembly) ভুয়ো বিধায়ক (Fraud MLA)! বুধবার, বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাজ্যে বাজেট (Budget) পেশ হল। আর তার পরেই হৈ চৈ। পুলিশের হাতে ধরা পড়ল ভুয়ো বিধায়ক।

পুলিশ সূত্রে খবর, নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকতে গিয়ে হাতে ধরা পড়েন গজানন শর্মা (Gajanan Sharma) নামে এই ব্যক্তি। পুলিশি (Police) জেরায় অসংলগ্ন কথা বলেন তিনি। বিধায়কের পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। বাজেট অধিবেশনের দিন বিধানসভায় ঢোকার জন্য গজাননকে হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে তিনি বিধানসভায় যান, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।