Entertainment : শহরে এসে নিজের আসল পরিচয় প্রকাশ্যে আনলেন বলিউড ‘শেহজাদা’ !

0
1

তারকারা সিনেমার প্রচারের জন্য একাধিক কাণ্ড কারখানা করে থাকেন। কিন্তু তাই বলে নিজের চরিত্র নিয়ে এভাবে কেউ সমালোচনা করতে পারেন সেটা বোধহয় কার্তিককে (Kartik Aaryan)না দেখলে বোঝা যেত না। বলিউডের চকোলেট বয় কার্তিক আরিয়ান (Kartik Aaryan)শুক্রবার নিজের সিনেমা ‘শেহজাদা’র (Shehzada) প্রোমোশনে আগরপাড়ায় উপস্থিত হন। আর সেখানেই নিজেকে ‘চরিত্রহীন’ বললেন কার্তিক।

আগরপাড়ায় একটি কলেজ ক্যাম্পাসে ‘শেহজাদা’ (Shehzada)ছবির প্রোমোশনে এসেছিলেন কার্তিক। আল্লু অর্জুন অভিনীত তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’র হিন্দি রিমেক হল ‘শেহজাদা’। যেখানে কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতী স্যানন (Kriti Sanon)। রোহিত ধাওয়ানের (Rohit Dhawan) এই ছবির মুক্তি বেশ কিছুদিন পিছিয়ে যায় ‘ পাঠান’ (Pathan)এর কারণে। কার্তিক নিজেই শাহরুখ (SRK Fan) ফ্যান, তাই পাঠানের দাপটে তিনি নিজের ছবি মুক্তির দিন কিছুটা পিছিয়ে দিতে চেয়েছিলেন। অবশেষে এই শুক্রবার দেশ জুড়ে মুক্তি পাচ্ছে এই সিনেমা। তার প্রচারেই নিজের চরিত্র নিয়ে কথা বলেন নায়ক।

এদিন বলিউডের হ্যান্ডসাম হিরো সাদা সোয়েট শার্ট ও ডেনিমের জিনস সঙ্গে রোদচশমা পরে কলেজে এসেছিলেন কার্তিক। স্মারক, উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। স্পেশ্যাল পারফরম্যান্স আয়োজিত হয় নায়কের জন্য, আর এই সবের মাঝেই মাইক হাতে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কার্তিক। মজার ছলে বলেন, “ছবিতে কিন্তু আমার ক্যারেক্টার ঢিলা!” এরপরই উল্লাসে ফেটে পড়েন পড়ুয়ারা।

জমজমাট কার্তিক- কৃতি জুটির রোমান্স পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। এর আগে এই জুটিকে ‘ লুকাছুপি’ সিনেমায় দেখা গেছিল। মজার ছবিতে দুজনের রসায়ন দর্শকের মন কেড়েছিল। এবার ‘শেহজাদা’ হয়ে কতটা বাজিমাত করতে পারেন কার্তিক সেটাই দেখার।