রঞ্জি ফাইনালের আগে জোর প্রস্তুতিতে বাংলা, ফাইনালে দলে একাধিক বদল

0
1

আগামিকাল থেকে ইডেনে বসছে রঞ্জি ট্রফির ফাইনাল ম‍্যাচের আসর। ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র। তার প্রস্তুতিতে জোরকদমে ব‍্যস্ত দু’দল। ফাইনালের ঠিক আগের দিন বুধবার দুই দল একসঙ্গে অনুশীলন সারল। এদিন সকাল-সকাল অনুশীলনে নামে বাংলা, তার ঠিক কিছুক্ষণ পরই অনুশীলনে নামে সৌরাষ্ট্র। সৌরাষ্ট্রের অনুশীলনে যোগ দেন জয়দেব উনাদকাট।

অনুশীলনে এদিন জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়াদের সামলাতে অনুশীলনে বাঁ-হাতি নেট বোলারদের ডাকে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘক্ষণ বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যুরা। ঘাম ঝড়ান বোলাররাও। তবে বাংলাকে ফাইনালের আগে ভাবাচ্ছে ওপেনিং সমস্যা। অভিমন্যু ঈশ্বরণ ছাড়া কেউই সে ভাবে রান পাচ্ছেননা। করণ লালের পরিবর্তে অন্য কাউকে ভাবছে দল। তবে সেই বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় দলে আসছেন আকাশ ঘটক।

তিন বছর আগে এই সৌরাষ্ট্রের কাছেই হেরেই ফাইনালে ট্রফি জয়ের স্বাদ পায়নি বাংলা। এবার বদলার ম‍্যাচ। তবে বদলা নয় বরং ফাইনাল ম‍্যাচকে অন‍্যতম সেরা ম‍্যাচ হিসাবেই দেখছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি বলেন, “এসব নিয়ে ভাবছি না। কেউ আলোচনা করলে থামিয়ে দেই। নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাই। অন‍্যতম একটি ম‍্যাচ এটি। যেখানে ইতিহাস তৈরির সামনে দাঁড়িয়ে আমরা।”

এদিন অনুশীলনের ফাঁকে দুই দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ও জয়দেব উনারকাট অনুশীলনের ফাঁকে সৌজন্য বিনিময়ও সারলেন। কথা বললেন দীর্ঘক্ষণ। বাংলার অনুশীলনের ফাঁকে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লাদের সঙ্গে কথা বলেন তিনি।

 

আরও পড়ুন:মহিলা প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা বিসিসিআইয়ের