মহিলা আইপিএল এর সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৪ই মার্চ থেকে শুরু মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে গুজরাত জায়েন্টসের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স। মোট পাঁচটি দল খেলবে এই টুর্নামেন্টে।
মহিলা প্রিমিয়ার লিগের সূচি নিয়ে বিসিসিআই টুইট করে জানায়, লিগ শুরু হবে ৪ই মার্চ থেকে। ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত জায়েন্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম মহিলা প্রিমিয়ার লিগে মোট ২০ টি ম্যাচ হবে এবং দুটি প্লে অফ ম্যাচ হবে। ২৩ দিনের মধ্যে এই ম্যাচগুলি সম্পন্ন হবে। ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম এবং ব্রেবর্ন স্টেডিয়ামে ১১ টি করে ম্যাচ আয়োজিত হবে। এছাড়াও ২৪ মার্চ ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচ হবে এবং প্রথম মহিলা আইপিএলের ফাইনাল ম্যাচটি হবে ২৬ মার্চ।
আরও পড়ুন:আইসিসি র্যাঙ্কিং-এ তিন ফর্ম্যাটেই শীর্ষে ভারত