রাজ্য বাজেটে সুখবর: ৩% DA বৃদ্ধির ঘোষণা চন্দ্রিমার, পাবেন কারা!

0
2

কেন্দ্রের বাজেট যখন শুধুমাত্র কথার মারপ্যাঁচ, তখন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল তৃণমূল সরকার। আরও ৩% মহার্ঘ্যভাতা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এই বর্ধিতহারে DA পাবেন পেনশনভোগীরাও। মার্চ মাস থেকেই বর্ধিতহারে DA চালু করা হবে।

বুধবার, বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। জানান বরাদ্দ বৃদ্ধির কথাও। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তখন কানখাড়া রয়েছেন, অন্য ঘোষণার আশায়। এদিকে, চন্দ্রিমার বাজেট-বইয়ের পাতা শেষ হয়ে আসছে। এই সময় একটি চিরকুট এলো অর্থমন্ত্রীর হাতে। প্রেরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি চিরকুট দেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। সেটি অরূপ দেন চন্দ্রিমাকে। আর সেই চিরকুট পড়ার পরেই হাসি ছড়িয়ে পড়ল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে। কারণ, সেই চিরকুট অনুযায়ী, সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধি করা হল। বাদ নয় পেনশনভোগীরাও। তাঁদেরও একই হারে DA বৃদ্ধি করার হয়েছে। মার্চ মাস থেকেই এই বর্ধিত হারে মহার্ঘ্যভাতা পাবেন সরকারি কর্মচারীরা।

এই ঘোষণা হওয়ার পরেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। বিধানসভা চত্বরেই আবির মেখে আনন্দে মেতে ওঠেন তাঁরা।