বৃহস্পতিবার ইডেনে বসছে রঞ্জি ট্রফির ফাইনালের আসর। ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে ওঠেন মনোজ তিওয়াড়িরা। ফাইনালে বদলারই ম্যাচ মনোজদের সামনে। তিন বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। সেই ম্যাচটি হয়েছিল সৌরাষ্ট্রে। এবার ইডেনে হবে ফাইনাল। বাংলার ঘরের মাঠে ইতিহাস লিখতে মুখিয়ে মনোজ তিওয়াড়ি। তৈরি বদলা নিতেও। তবে বদলা নয় বরং সাধারণভাবেই এই ম্যাচকে দেখছেন বাংলার অধিনায়ক।
এদিন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন,”আমরা আলাদা করে ফাইনালে ওঠা নিয়ে ভাবছিই না। একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের পার করতে হবে। দলের একটা ফোকাস ম্যাচ জিততেই হবে। এর বাইরে আমাদের কোনও ভাবনা নেই। কারও কোনও কথা শুনছি না, অন্য কিছু ভাবছি না। বৃহস্পতিবার আমরা একটা লড়াইয়ে নামব, আর নিজেদের সব আবেগকে দূরে সরিয়ে রেখে তাতে সফল হতেই হবে। রঞ্জি জয় আমাদের স্বপ্ন। সেটাই এখন লক্ষ্য। সৌরাষ্ট্র ভালো দল। আমরাও তৈরি।”
৩৩ বছর পর বাংলার সামনে ঘরের মাঠে শিরোপা জয়ের বড় সুযোগ। তবে এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন মনোজ। তিনি বলেন,” অতীত নিয়ে কোনও কথাই আমরা ভাবছি না। এই নিয়ে কোনও আলোচনাও করছি না আমরা দলের ভিতর। কেউ আলোচনা করলে তাকে থামিয়ে দিচ্ছি। কারণ আমরা চাই না, এই নিয়ে কিছু আলোচনা হোক। আমাদের সামনে এটা একেবারে নতুন লড়াই। যেটাতে জিততেই হবে। আমাদের একটাই লক্ষ্য ট্রফি জয়।”
এবার রঞ্জির ট্রফির শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স বাংলার। আর এর কৃতিত্ব পুরো দলকে দিলেন অধিনায়ক মনোজ। তিনি বলেন, “একটা টিম যখন চ্যাম্পিয়ন হতে গেলে, এক-দু’জন নয়, আট-ন’জন খেলোয়াড় একসঙ্গে দুরন্ত পারফরম্যান্স করে। আমাদের বোলাররা ভালো খেলছে। ব্যাটিং অর্ডারও ভালো ছন্দে রয়েছে। এই টিম গেম যদি ফাইনালেও খেলতে পারি, তবে তার ফলও পাব।”
আরও পড়ুন:এমবাপেকে নিয়ে বড় মন্তব্য আর্জেন্তাই গোলরক্ষক মার্টিনেজের