পঞ্চাশে প্রয়াত অভিনেতা জাভেদ খান অমরোহী, শো**কাহ**ত সিনে দুনিয়া

0
1

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত এক বছর ধরে শয্যাশায়ী ছিলেন অভিনেতা জাভেদ খান অমরোহী (Javed Khan Amrohi)। দিন কয়েক আগে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ**ত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর।

বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ২০০১ সালে। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে তাঁর অভিনীত সুখলালের চরিত্রটি দর্শকের মন জয় করেছিল। এ ছাড়াও তিনি ‘আন্দাজ আপনা আপনা’,‘চক দে ইন্ডিয়া’,‘ফির হেরা ফেরি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃ**ত্যুতে শো**কের ছায়া সিনেজগতে।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল ভারতীয় দলে, যোগ দিলেন শ্রেয়স আইয়ার