কিলিয়ান এমবাপকে নিয়ে বড় মন্তব্য করলেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,আমি নিশ্চিত কিলিয়ান অনেক ব্যালন ডি’অর খেতাব জিতবে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর এমবাপেকে নিয়ে একের পর বিদ্রুপমূলক স্লোগান ও আচরণ করেছিলেন আর্জেন্তাইন গোলরক্ষক। কখনো ড্রেসিংরুমে এমবাকে নিয়ে কটাক্ষের গান, কখনো বা পোস্টার। আর এবার এমবাপের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মার্টিনেজ।
এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,”আমার সঙ্গে এমবাপের ব্যক্তিগত শত্রুতা নেই। আমি ওকে অনেক শ্রদ্ধা করি। যদি মানুষ ওকে বা নেইমারকে নিয়ে গান গায়, এর কারণ হল ওনারা শীর্ষস্থানীয় ফুটবলার। ফাইনালের পর, আমি ওকে বলেছিলাম যে ওর বিরুদ্ধে খেলাটা আমার সৌভাগ্যের, আর তিনি প্রায় একা হাতেই ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন। আমি নিশ্চিত হয়েছি ওর অসাধারণ প্রতিভা নিয়ে। যখন মেসি অবসর নেবেন, আমি নিশ্চিত কিলিয়ান অনেক ব্যালন ডি’অর খেতাব জিতবে।”
অনেকে মনে করছেন, মেসি রোনাল্ডোর রাজত্বের পর ব্যালন ডি’অর খেতাব জিতবেন এমবাপে। আর এবার এমনই মনে করছেন মার্টিনেজ।
আরও পড়ুন:সম্বরণকে বিশেষ সম্মান সিএবি’র, রঞ্জি ফাইনালে আগে ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাবেন তিনি