ওয়েনাড় থেকে বারাণসীতে(Banaras) যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi)। তবে বারাণসীতে অবতরণের অনুমতি দেওয়া হল না কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতিকে। এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও(Narendra Modi) কংগ্রেস। অভিযোগ করা হলো রাহুলকে ভয় পাচ্ছেন মোদি। যার ফলে বারাণসীতে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁকে।
মঙ্গলবার কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার কথা ছিল রাহুলের। যার জেরেই সোমবার বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তবে সেই বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রপতির সফরের অজুহাত দিয়ে রাহুলকে নামতে দেওয়া হয়নি বারাণসীতে (Varanasi)। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই অভিযোগ করেছেন, ওরা রাষ্ট্রপতির সফরকে অজুহাত হিসাবে ব্যবহার করছে। সোমবার রাতে রাহুল গান্ধীর বিমান নামার কথা ছিল বারাণসীতে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বিমান নামার অনুমতি দেওয়া হয়নি। কংগ্রেসের দাবি, রাহুল যেদিন থেকে সফলভাবে ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দিয়েছেন। সেদিন থেকে প্রধানমন্ত্রী আতঙ্কে ভুগছেন। সেকারণেই রাহুলকে বিব্রত করা হচ্ছে।
অবশ্য এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাহুলের বিমান নামার অনুমতি দেওয়া হয়নি কারণ ওই সময় রাষ্ট্রপতির সফরের জন্য এয়ার ট্রাফিক প্রভাবিত হচ্ছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। উল্লেখ্য, সোমবার রাতেই বারাণসী গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।