ভূ*মিকম্পে কেঁপে উঠল সিকিম, কম্পনের মাত্রা ৪.৩

0
1

ভোরবেলা ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।

আরও পড়ুন:জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃ*ত ৪, আ*হত অন্তত ১০

জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে রবিবার বিকেলে মৃদু কম্পন হয়েছিল অসমে। অসমের নগাঁও এলাকায় বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।