আচমকা বুথে ব্যথা! বেসরকারি হাসপাতালে ভর্তি মন্ত্রী বাবুল

0
2

হঠাৎ বুকে ব্যথা, সঙ্গে ঘাম। সোমবার, তড়িঘড়ি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)। ECG-তে বালিগঞ্জের বিধায়কের হৃদযন্ত্রে সামান্য সমস্যাও ধরা পড়েছে বলে হাসপাতালের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়। ডা: সপ্তর্ষি বসু (Saptarshi Basu) এবং হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের (Saroj Mondal) অধীনে চিকিৎসা চলছে বাবুলের। ওষুধেই পর্যটন মন্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা ঠিক হয়ে যাবে বলে আশাবাদী চিকিৎসকরা। এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। বাবুলের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাবুলের ইকো কার্ডিওগ্রাফি রিপোর্ট স্বাভাবিক থাকলেও তাঁর ইসিজি রিপোর্টে কিছু সমস্যা পাওয়া গিয়েছে। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। সেখানে হৃদযন্ত্রে সামান্য সমস্যা ধরা পড়েছে। তবে সেই সমস্যা ওষুধেই সেরে যাবে বলে মত চিকিৎসকদের।

হঠাৎ বুকে ব্যথা এবং অস্বাভাবিক ঘাম হওয়ায় দেরি না করে হাসপাতালে যান বালিগঞ্জের বিধায়ক। চিকিৎসকদের মতে, এটা সঠিক সিদ্ধান্ত। না হলে এর ফল মারাত্মক হতে পারে।