Entertainment : দক্ষিণী ছবিতে ‘মহাপ্রভু’ যিশু, পৌরাণিক লুকে বাজিমাত টলি অভিনেতার ! 

0
2

ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন টলিউডের সুপারস্টার যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। সিরিয়াল-সিনেমা-সঞ্চালনা একা হাতে সামলে চলেছেন সবকিছুই। মুম্বই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ভিন্নধর্মী চরিত্রের পর, যিশু এবার দক্ষিণে(South Indian Movie)। তবে সেখানেও রইল বাংলা বিনোদন (Bengali Entertainment Industry) জগতের ছোঁয়া। মাথায় মুকুট কপালে লাল তিলক গলায় সোনার অলংকার পরে এবার অন্য পৌরাণিক চরিত্রে বড় পর্দায় যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। টালিগঞ্জের স্মৃতিচারণায় যেন ফিরে এল অভিনেতার ‘মহাপ্রভু’ অবতার।

কেরিয়ারের শুরুতে অভিনেতা হিসেবে যিশুকে পরিচিতি দিয়েছিল ‘মহাপ্রভু’ চরিত্র। সোশ্যাল মিডিয়ায় ফের টলিউড অভিনেতার পৌরাণিক লুক দেখে তাঁর অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত। জানা যাচ্ছে কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে দক্ষিণী ছবি ‘শকুন্তলম’।এই ছবির মুখ্য চরিত্রে আছেন সামান্হা রুথ প্রভু ও দেব মোহন। এই সিনেমার পোস্টার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেখানেই পৌরাণিক একলুকে ধরা দিয়েছেন টলিউডের সুপারস্টার যিশু সেনগুপ্ত । অভিনেতা বরাবরই এক্সপেরিমেন্টে বিশ্বাসী। দক্ষিণী ছবির দর্শক যিশুকে কতটা ভালোবাসা উজাড় করে দেন। এখন সেটাই দেখার অপেক্ষায় টলিউড। ছবি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল ২০২৩-এ ।