ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিদের দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনের দুরন্ত বোলিং। প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭০ রান নেন জাড্ডু। আর এই সুবাদে ম্যাচের সেরা হয়েছেন তিনি। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরে এমন পারফরম্যান্স করে উচ্ছ্বসিত জাদেজা। বললেন, অসাধারণ অনুভূতি।
ম্যাচের সেরা হয়ে জাড্ডু বলেন,” অসাধারণ অনুভূতি। যখন আপনি ৫ মাস পর ফিরে আসেন এবং নিজের ১০০% দেন, রান করেন উইকেট নেন চমৎকার অনুভুতি হয়। এনসিএ তে কঠোর পরিশ্রম করেছিলাম। এনসিএ এর কর্মী, ফিজিওদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারাও আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন। এমনকি রবিবারও। আমি সঠিক জায়গায় বল করার চেষ্টা করছিলাম। বল কখনও স্পিন হচ্ছিল কখনও সোজা যাচ্ছিল আবার বল নেমেও যাচ্ছিল। আমি নিজেকে বলছিলাম উইকেটে বল করতে হবে। যদি তারা ভুল করেন, আমার কাছে সুযোগ চলে আসবে। আমি ব্যাপারটি খুব সহজ রাখতে চেয়েছিলাম। আমার ব্যাটিংয়ে আমি পরিবর্তন করতে চাইনি, ৫-৬-৭ দলের জন্য এগুলি অত্যন্ত গুরুতপূর্ণ পজিশন।”
আরও পড়ুন:রঞ্জি ট্রফির সেমিফাইনালে চতুর্থ দিনে দাপট বাংলার, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড