রঞ্জি ট্রফির ফাইনালে যাওয়া বাংলার কাছে এখন সময়ের অপেক্ষা। রঞ্জি ট্রফির সেমিফাইনালে চতুর্থ দিনে দাপট বাংলার। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৯ বঙ্গ ব্রিগেডের। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানে এগিয়ে মনোজ তিওয়াড়ির দল। ক্রিজে রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক এবং ঈশান পোড়েল। ৬০ রানে অপরাজিত প্রদীপ্ত। ঈশান ১ রানে অপরাজিত।
প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাপট দেখান অনুষ্টুপ মজুমদার। ৮০ রান করেন তিনি। অধিনায়ক মনোজ তিওয়াড়ি করেন ১৫ রান। শাহবাজ আহমেদ করেন ২৯ রান। মধ্যপ্রদেশের হয়ে ৬ উইকেট নেন সারাংশ জৈন। ৩ উইকেট নেন কুমার কার্তিকে।
চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে বাংলা। বলা ভালো গতবারের সেমিফাইনালের বদলা নিচ্ছে বাংলার ছেলেরা। বাংলার ছেলেরা গতবার সেমিফাইনালে হেরে ঘরে ফিরেছিলেন। আর এবার তারই বদলা নিচ্ছে লক্ষ্মীরতন শুক্লার দল।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে কী বললেন রোহিত?