ব্রিজ ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের(Sealdha Divition) দমদম-নৈহাটি(Dumdum Naihati) শাখায় একাধিক ট্রেন(Train) বাতিল করা হল। শনিবার রাত ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৮ পর্যন্ত মোট ২২ ঘণ্টা দমদম-নৈহাটির ট্রেন বাতিল ও নিয়ন্ত্রিত থাকবে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শনিবার দমদম-নৈহাটি সেকশনে ৬ টি এবং আগামীকাল রবিবার ওই সেকশনে ১৮৯ টির মধ্যে ৩৬ টি লোকাল ট্রেন বাতিল রয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
উল্লেখ্য, বর্ধমান স্টেশনের কাছে পুরনো রেলওয়ে ওভারব্রিজ ভাঙার কাজের কারণে অসংখ্য লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল হাওড়া বর্ধমান শাখায়। এবার শিয়ালদহ শাখায়ও বাতিল করা হল অসংখ্য লোকাল ট্রেন। সপ্তাহের ছুটির দিনে হওয়ায় যাত্রী ভোগান্তির পরিমাণ কম হলেও সমস্যার মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।