ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ভারতীয় ব্যাটারদের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩২১। দিনের শেষে ১৪৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। ৬৬ রানে অপরাজিত জাদেজা। ৫২ রানে অপরাজিত অক্ষর। ভারতের হয়ে ১২০ রান রোহিত শর্মার।
প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৭৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে ২০ রানেই আউট হয়ে যান কে এল রাহুল। দ্বিতীয় দিনে রোহিত শর্মা এবং রবীচন্দ্রন অশ্বিন শুরু করেন। তবে মাত্র ২৩ রানেই আউট হয়ে যান অশ্বিন। এরপর পরপর উইকেট হারাতে থাকে ভারত। ৭ রানে আউট হন চেতেশ্বর পুজারা। রান পাননি বিরাট কোহলিও। ১২ রানে আউট হন তিনি। টেস্টে অভিষেক হওয়া সূর্যকুমার যাদবও ব্যাট হাতে কামাল দেখাতে পারেননি। মাত্র ৮ রান করেন তিনি। রোহিতকে যোগ্য সঙ্গত দেন সেই রবীন্দ্র জাদেজা। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও কামাল দেখান জাড্ডু। ১২০ রান করেন রোহিত। টেস্টে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার শ্রীকর ভরত করেন ৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন টড মারফি। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং নাথান লিওন।
আরও পড়ুন:ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত মেসিদের হেডস্যার











































































































































