বিপুল GST ফাঁকির অভিযোগে হিমাচলে আদানি উইলমারের অফিসে তল্লাশি অভিযান

0
3

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) প্রকাশ্যে আসার পর ভারতীয় ধনকুবের গৌতম আদানির(Gautam Adani) অবস্থা অত্যন্ত শোচনীয়। এরইমাঝে গোদের উপর বিষফোঁড়ার মতো হিমাচল প্রদেশের আদানির অফিসে যৌথ অভিযান চালালো কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের আবগারি, কর, খাদ্যসরবরাহ দফতর(excise Department)। সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার রাতে এই অভিযান চালানো হয় হিমাচল প্রদেশে আদানি উইলমারের পারভানোর অফিসে। অভিযোগ গত ৫ বছর ধরে এই সংস্থা তাদের বকেয়া জিএসটি(GST) শোধ করেনি। পাশাপাশি, রাজ্যের আধিকারিকরা কোম্পানির ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেইম সম্পর্কে তথ্য চেয়েছে বলেও রিপোর্টে প্রকাশ করা হয়েছে।

হিমাচল প্রদেশে আদানি গ্রুপের একাধিক অফিস রয়েছে। পাশাপাশি এখানে সংস্থার ফল রাখার জন্য কোল্ড স্টোর থেকে শুরু করে মুদি সামগ্রী সরবরাহের অফিস রয়েছে। আদানি উইলমার Fortune ব্র্যান্ডের আওতায় ভারতীয় বাজারে রান্নার তেল ও নানা খাদ্য সামগ্রী বিক্রি করে। সিঙ্গাপুর ভিত্তিক সংস্থা Wilmar ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগের ফলাফল আদানি উইলমার। এই উদ্যোগে ৫০:৫০ অংশীদারিত্ব রয়েছে। সেখানে তল্লাশি অভিযানে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, আদানি উইলমারের অফিসে গিয়ে আধিকারিকরা কর, GST সংক্রান্ত নানা ডকুমেন্টস খতিয়ে দেখেন। সাউথ ইনফোর্সমেন্ট জোনের জয়েন্ট কমিশনার জিডি ঠাকুরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। যেখানে আবগারি, কর, স্বরাষ্ট্র ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। যদিও তল্লাশি অভিযানে কী পাওয়া গিয়েছে সে বিষয়ে বিশদে কিছুই জানানো হয়নি সংশ্লিষ্ট দফতরের তরফে।

উল্লেখ্য, আদানি ইস্যুতে গত দুই সপ্তাহ ধরেই উত্তাল দেশ। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে এই সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি, প্রতারণা সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। যার জেরে হুড়মুড়িয়ে পড়তে শুরু করে এই সংস্থার শেয়ার। ফলস্বরুপ ৫০ শতাংশের বেশি সম্পত্তি খুইয়েছেন আদানি। এদিকে পাল্টা হিন্ডেনবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আদানি গ্রুপ। সংসদেও এই ইস্যুতে সইরকারকে চাপে ফেলেছে বিরোধীরা। এরই মাঝে আদানির অফিসে তল্লাশি অভিযানের ঘটনার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।