প্রায় পাঁচ মাস পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। আর মাঠে ফিরেই দুরন্ত প্রত্যাবর্তন জাড্ডুর। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই নিলেন পাঁচ উইকেট। মাঠে নেমেই নিজের এমন পারফরম্যান্সে উচ্ছসিত জাদেজা। তবে মাঠে ফেরা যে সহজ ছিল না সেকথা জানাতে ভুললেন না জাড্ডু।
এদিন জাদেজা বলেন,” ৫ মাস পর টেস্ট ক্রিকেট খেলা খুব কঠিন। আমি প্রস্তুত ছিলাম এবং আমি এনসিএ-তে আমার ফিটনেস এবং আমার স্কিল বাড়ানোর জন্য কঠিন লড়াই করেছি। আমি প্রথম শ্রেণীর একটি ক্রিকেট ম্যাচ খেলেছি অনেকদিন পর এবং আমি ৪২ ওভার বল করি। সেই ম্যাচই আমাকে এই টেস্ট ম্যাচ খেলার আত্মবিশ্বাস যোগায়। আমি যখন বেঙ্গালুরুর এনসিএ তে ছিলাম আমি আমার বোলিংয়ের উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করছিলাম। আমি প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বল করতাম এবং এটাই আমাকে খুব সাহায্য করেছে। আমি আমার ছন্দের উপর কাজ করছিলাম কারণ আমি জানতাম আমাকে টেস্ট ম্যাচ খেলতে হবে এবং আমাকে অনেকক্ষণ ধরে বল করতে হবে।”
অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট। নিজের এই পারফরম্যান্স নিয়ে জাড্ডু বলেন,” উইকেটে কোনো বাউন্স ছিল না। আমি উইকেট বরাবর বল করছিলাম। কিছু বল ঘুরছিল কিছু সোজা যাচ্ছিল। একজন বাঁহাতি স্পিনার হিসাবে আপনি যদি স্টাম্প অথবা কট বিহাইন্ড উইকেট পান তাহলে আপনি সব সময় বলকে ধন্যবাদ জানান। টেস্ট ক্রিকেটে আপনি যে উইকেটই পাবেন তাতেই আপনাকে খুশি হতে হবে।”
আরও পড়ুন:সন্তোষ ট্রফির নকআউট পর্বে জন্য ঘোষণা বাংলা দল










































































































































