বন্ধ ফ্ল্যাটে লিভ-ইন-পার্টনারদের জোড়া দে*হ উদ্ধার! চাঞ্চল্য হরিদেবপুরে

0
1

জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল হরিদেবপুরে (Haridevpur)। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে রবীন্দ্রকুমার চৌরাসিয়া (Rabindrakumar Showrasia) ও তাঁর লিভ-ইন-পার্টনার সগুফতা পরভিন দেহ মিলেছে। রবীন্দ্রকুমারের বাড়ি বেহালার (Behala) আদর্শনগরে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে সেখানে। কিন্তু হরিদেবপুর চাঁদের ভিলেজে আর একটি ফ্ল্যাটে ওই মহিলাকে নিয়ে থাকতেন তিনি। তাঁকে স্থানীয়রা রবীন্দ্রকুমারের স্ত্রী বলে জানাতেন। তবে, দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে জানান প্রতিবেশীরা। পরিবারের লোকেদের দাবি, বুধবার সন্ধে থেকেই রবীন্দ্রকুমারের সঙ্গে ফোনে সুইচড অফ ছিল। রাতে স্ত্রী তাঁরই এক বন্ধুর সঙ্গে গাড়িতে খুঁজতে স্বামীকে বের হন। যান হরিদেবপুরের ফ্ল্যাটে। কিন্তু দীর্ঘক্ষণ কলিং বেল বাজালেও কেউ দরজা না খোলায় হরিদেবপুর থানায় খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকে। রবীন্দ্রকুমার দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। সগুফতার দেহ পড়েছিল খাটে। একটি সুইসাই নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেখানে রবীন্দ্রকুমার ওই মহিলাকেই দায়ী করেছেন বলে অভিযোগ।

প্রাথমিকভাবে তদন্তে অনুমান, মহিলাকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন রবীন্দ্রকুমার। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারা এই মহিলাকেই রবীন্দ্রকুমারের স্ত্রী হিসেবে জানতেন। তাঁর যে স্ত্রী, সন্তান আছে, তাঁরা অন্য জায়গায় থাকেন- সেটা স্থানীয়রা জানতেন না বলে দাবি। তবে, এই যুগলের মধ্যে ঝগড়া এমনকী হাতাহাতি হত বলেও অভিযোগ পড়শিদের। একবার সগুফতা বাড়ি ছেড়ে চলেও যান। বুধবার বেশি রাতে দুজন ফের ফ্ল্যাটে ফেরেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।