সামাজিক প্রকল্পের সুবিধা থেকে উপভোক্তাদের ‘বঞ্চিত’ নয়, বড় পদক্ষেপ নবান্নের

0
1

রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের (Social Security Scheme) সুযোগসুবিধা থেকে কোনও যোগ্য উপভোক্তাকে (Eligible Consumers) বঞ্চিত করা যাবে না। আর সেকারণেই বিষয়টি নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। ইতিমধ্যে সরকারি বিভিন্ন দফতরের তথ্য এক করে বিশেষ অডিটের (Audit) কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্য কোন কোন প্রকল্পের সুযোগসুবিধা ঠিকঠাক পাচ্ছেন কী না সেই তথ্য সংগ্রহ করে একটি সামাজিক তথ্যভাণ্ডার (Data Base) তৈরি করা হবে। চলতি বছরের মার্চ মাসের মধ্যেই এই তথ্যভাণ্ডার তৈরীর কাজ শেষ হয়ে যাবে বলে খবর।

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi) বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পাশাপাশি এক মুহূর্ত সময় নষ্ট না করে আগামী দুমাসের মধ্যে কাজ শেষের নির্দেশ দিয়েছেন তিনি। নতুন এই ব্যবস্থায় প্রতিটি পরিবারের তথ্য যাচাই করে সেই পরিবারের সদস্যরা কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং কোন কোন সুবিধা পাওয়ার যোগ্য তা খতিয়ে দেখা হবে।  দুয়ারে সরকার কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে এই নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে।

পাশাপাশি রাজ্যজুড়ে সাড়ে ৯ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী (Sasthya Sathi) প্রকল্পের আওতায় আনা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যাও দু’কোটি ছাড়িয়েছে। কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রায় এক কোটি স্কুলছাত্রীকে। তবে এইসমস্ত বিপুল তথ্য আলাদা আলাদাভাবে সংশ্লিষ্ট দফতরগুলির কাছে অবিন্যস্ত অবস্থায় রয়েছে। এবার সেই সমস্ত তথ্যগুলিকেই একত্রিত করার ভাবনা নবান্নের (Nabanna)।