দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর

0
1

আজ থেকে নাগপুরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। আর এই ম‍্যাচে খেলতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অজিদের বিরুদ্ধে তিন উইকেট নিলেন তিনি। উইকেট নিতেই দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে।

এদিন অস্ট্রেলিয়ার অ‍্যালেক্স ক্যারেকে ফেরানোর সঙ্গেই নজির গড়ে ফেলেন অশ্বিন। ৮৯তম টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে। যিনি ৯৩তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তিনি ৮০তম ম্যাচে ৪৫০ উইকেট পেয়েছিলেন।

এদিকে দুরন্ত প্রত‍্যাবর্তন রবীন্দ্র জাদেজার। চোট সারিয়ে ম‍্যাচে ফিরেই নিলেন পাঁচ উইকেট। প্রায় পাঁচ মাস পর দলে জাড্ডু। আর ম‍্যাচে ফিরেই নিলেন পাঁচ উইকেট। অশ্বিন-জাড্ডুদের বোলিং-এর দাপটেই প্রথম ইনিংসে মাত্র ১৭৭ গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ