ধর্মতলাকাণ্ডে আরও এক আইএসএফ  নেতা গ্রেফতার

0
3

গত ২১ জানুয়ারি, আইএসএফ  কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর।সেই ঘটনায়  ভাঙড়ের মাজেরআইট এলাকা থেকে আরও এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । বুধবার ভাঙড়ের কাশীপুর থানার সহযোগিতায় মাঝেরআইট এলাকা থেকে ওই আইএসএফ নেতাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আসাদুল মোল্লা আইএসএফ -র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি।এই ঘটনাতেই এর আগে ভাঙড়ের আইএসএফ  বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।বিধানসভার বাজেট অধিবেশনে অংশ নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু, গতকাল ব্যাঙ্কশাল আদালতের বিচারক সেই আবেদন খরিজ করে দেন।

বৃহস্পতিবার ভাঙড়ের বিধায়ককে ফের তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। সেই কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার বলে পুলিশ জানিয়েছে। ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় এর আগেও তৃণমূলের বুথ সভাপতি-সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।