পুজোর আগেই নিউ গড়িয়া রুবি রুটে মেট্রো পরিষেবা ! কী বলছেন মেট্রো আধিকারিকরা

0
2

অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার আরও সম্প্রসারিত কলকাতা মেট্রো (Metro Railway of Kolkata)। মাত্র কয়েকটা মাস অপেক্ষা করার পরই কলকাতাবাসীর জন্য মেট্রো নতুনরুটে যাতায়াতের সুযোগ। নিউ গড়িয়া (New Garia) থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করার অনুমোদন শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা (Arun Arora)।

শিয়ালদহ থেকে সল্টলেক রূপের মেট্রো পরিষেবায় অভূতপূর্ব সাড়া মিলেছে। এবার মাটির উপরেই মেট্রো চলবে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পে নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করতে রেলওয়ে সেফটি প্রকল্পের কমিশনার কাজ পর্যবেক্ষণ করেছেন।পাশাপাশি নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসাত পর্যন্ত প্রকল্পে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন করা হবে। অন্যদিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত লাইনে বাণিজ্যিক পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। অক্টোবর মাসের মধ্যে এই পরিষেবাটি তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত আরও বাড়ানো হবে।